ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন নুরুল ইসলাম বিএসসি 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৫৯, ৬ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি মন্ত্রী সভা থেকে পদত্যাগ করেছেন। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী মঙ্গলবার সন্ধ্যায় তিনি পদত্যাগ করেন।   

গত ২০১৫ সালের ১৪ জুলাই মন্ত্রী হিসেবে শপথ নেন চট্টগ্রামের আওয়ামী লীগ নেতা ব্যবসায়ী নুরুল ইসলাম বিএসসি।   

ওই দিনই নতুন মন্ত্রী নুরুল ইসলাম বিএসসিকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সানোয়ারা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নুরুল ইসলাম বিএসসি নৌকা প্রতীকে বন্দর নগরীর একটি আসনে ২০০৮ সালের নির্বাচনে বিজয়ী হয়েছিলেন। দশম সংসদ নির্বাচনে ওই আসনটি জাতীয় পার্টির জিয়াউদ্দিন বাবলুকে ছেড়ে দেন তিনি।

এসি 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি